বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মো. আদিল হোসেন।
উল্লেখ্য, রাঙামাটিতে ২ দিনব্যাপী (২২ ও ২৩ জানুয়ারী) ৫ম জাতীয় নদী সম্মেলনে আগামি দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও অনুমোদন করা হয়।
উক্ত সম্মেলনে প্রথমদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে মিসেস কবির বিন আনোয়ার, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মোঃ আলাউদ্দিন, ইসাবেলা ফাউন্ডেশন এর মূখ্য গবেষক ড. মোহাম্মদ আনিসুজ্জামান খান, হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’র প্রাণিবিদ্যা বিভাগ ও সমন্বয়কারি অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল কিবরিয়া, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ এজাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাপ্তাই হ্রদের পানি সম্পদ, মৎস্য সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে রাঙামাটিতে আয়োজিত উক্ত সম্মেলনে যোগ দিয়েছেন দেশের ৩৪টি জেলার নদী প্রেমী ভাই-বোনেরা।
Powered by Facebook Comments