সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি এলাকায় বসবাসরত বাবুল মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার জলির (২১) রহস্যজনক মৃত্যু হয়। তার মা রুনা বেগম উপজেলা কৃষি অফিস ছাতকে ‘অফিস সহায়ক’ পদে কর্মরত রয়েছেন।
শহরের শিবটিলা এলাকার সরকারি আবাসিক কেয়ার্টারে গত ২৫ ডিসেম্বর ২০১৭ তে ছাতক কলেজে অনার্স পড়ুয়া মার্জিয়া আক্তার জলির মৃত্যু হয়েছে বলে জানা যায়।
জলির মৃত্যু ‘হত্যা’ না ‘আত্মহত্যা’ এনিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে পুরো উপজেলা জুড়ে।
তবে এ মৃত্যুকে ‘আত্মহত্যা’ নয় ‘হত্যা’ হিসেবেই দেখছেন জলির পিতাসহ প্রতিবেশীরা। সেই সাথে জলির মৃত্যুর জন্য তার মা রুনাকেই দায়ী করছেন তারা। যদিও জলির মা রুনা বেগম মেয়ের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেই দাবি করছেন।
মেডিকেল রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
জলির পিতা বাবুল মিয়া এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Powered by Facebook Comments