পাহাড়ের দেশে মেঘেদের বাস
পাহাড়ের দেশে দেখি মেঘেদের বাস
মেঘের দেশে পেলাম রূপের আভাস।
রূপে রূপে সাজে ওই ধবল সবুজ
আকাশ পাহাড় মেঘ গড়েছে ত্রিভুজ।
নদীর জীবনে এলে অচেনা ভ্রমর
গর্ভে ধারিত হয় বালি ও কাঁকর।
বাহারি পাথর মনে অবাকের ছাপ
ভীষণ অবাক হয়ে জলে দেয় ঝাঁপ।
এক নয় দুই নয় নয় একশত
কোঁছায় ভরতি করি মনে চায় যত।
স্রোতের চরম বেগে ভেসে চলে যাই
তখন মনের মাঝে কোন দিশা নাই।
Powered by Facebook Comments