অমিত ভট্টাচার্যঃ
হবিগঞ্জ জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ০৭ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা – ২০১৮ এর বর্নাঢ্য শুভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধন করেন হবিগঞ্জ – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবুজাহির।
মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও জেলা কালেক্টরেট প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শামছুল হক, গীতা পাঠ করেন উপ সহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান, বক্তব্য রাখেন নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতলিব, বিভাগীয় বন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু,বিটিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন আমাদের প্রত্যেককে অন্তত একটি গাছ লাগাতে হবে, তাছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র ছাত্রীদের ভূমিকার প্রশংসা করেন এবং আমাদের গনসচেতনতা কথা তুলে ধরেন।
মেলা ৬ আগষ্ট শুরু হয়ে ১২ আগষ্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।
Powered by Facebook Comments