হাতিয়ার (নোয়াখালী) চরাঞ্চলে কৃষকদের এখন ব্যস্ত সময় কাটছে বোরো ধান কাটা-মাড়াই’এ। চলতি মৌসুমে মেঘনার কোল ঘেঁষা বিস্তীর্ণ এ চরাঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানিয়েছে গত বছরের তুলনায় এবার বোরো ধানের ফলন বৃদ্ধি পেয়েছে।
কৃষি বিভাগের সূত্রমতে হাতিয়া উপজেলার চর নাঙ্গুলিয়া,নলের চর ও ভয়ার চরের বিস্তীর্ণ চরাঞ্চলে চলতি মৌসুমে বোরো ধানের আশাতিত ফলন হয়েছে।
এবার আবহাওয়া অনুকূল থাকায় বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের ঘরে ঘরে চলছে আনন্দ উল্লাস। চর নাঙ্গুলিয়ার কৃষক মোঃ সাইফুল জানান, তার ১ একর জমিতে ৯৫ মণ বোরো ধান হয়েছে। নলের চরের কৃষক নূর মোহাম্মদ জানান তার ৫০ শতক জমিতে ৪৫ মণ বোরো ধান হয়েছে।
এসব কৃষকরা আরও জানান, মেঘনার কোল ঘেঁষা এই বিশাল চরাঞ্চলে এবার হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো আবাদ হয়েছে। বোরো আবাদে সার বীজ সেচ সহ আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে ভালোই লাভ হবে বলে আশা করছেন।
Powered by Facebook Comments