সাহিত্য ও মননশীলতা

কবিতা- তাজ উদ্দিন সম্রাট

যে কবিতা রাত জাগা এক পাখিঅপেক্ষায় তার দু’চোখ মেলে রাখি,নিঃশ্বাসে তার অনুভবের ছোঁয়াব্যকুল মনে নীরব স্বরে ডাকি। যে কবিতা নিঃশ্ব করে আমায়শুধরে নিতে গভীর জলে নামায়,তাকেই আমার প্রার্থনাতে রাখিআবার থাকে প্রেমের হলফনামায়। যে কবিতা কষ্ট পেয়ে ধুঁকেভালোবাসার শুকনো গোলাপ শুকে,সেই-তো আবার স্বপ্ন দেখার আশামাঝ রাত্রী জাগায় আমার বুকে। যে কবিতা বুকের মাঝে থাকেনিত্য টানে সুখ-দুখের […]