দেশদেশান্তর

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের নবীন বরণ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের সামার ২০২৪ সেমিস্টারে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর ২০২৪ (শুক্রবার) বিকাল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার।

প্রধান অতিথি নবীন ছাত্র-ছাত্রীদের এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে বৈষম্যহীন দেশ গঠনে আত্মনিয়োগ করার আহবান জানান। শিক্ষা জীবন শেষ করে চাকুরির পিছনে না ঘুরে সফল উদ্যোক্ততা হওয়ার পরামর্শ প্রদান করেন। এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রভাষক সৈয়দা নাঈমা জান্নাতের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস বিভাগের সাবেক কো-অর্ডিনেটরও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ মাসুদুল হাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, এগ্রিবিজনেস বিভাগের শিক্ষকবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন ছাত্র- ছাত্রীবৃন্দ।

Avatar

চাষাবাদ ডেস্ক

About Author

You may also like

দেশদেশান্তর

অ্যাডাস্ট প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৩ রোজ:সোমবার
দেশদেশান্তর

সিলেটে বিশ্ব নদী দিবস উদযাপন

নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর