বুধবার (১৩ মে) রাত ১০.৩০ মিনিটে অনলাইনে জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সিনি.সহসভাপতি এপে. শাহ মো. লোকমান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্ণর এপে. মো. শাহেদুর রহমান, অতিথি হিসেবে যোগদেন জেলা সেক্রেটারী এপে. নাজমুল হুদা ও এপেক্স ক্লাব অব সিলেট স্যাংটামের সভাপতি এপে. পিন্টু কুমার বৈদ্য।
বোর্ড সদস্যদের মাঝ থেকে যুক্ত ছিলেন জুনি. সহসভাপতি এপে. এ. কে. আজাদ ফাহিম, সদ্য সাবেক সভাপতি এপে. আসাদুজ্জামান দুলাল, সেক্রেটারী এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, ফেলোশিফ ও পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. রুহেল আহমদ, পাবলিক স্পিকিং ও ডিবেট ডিরেক্টর এপে. ইমরান ইরাত, সার্জেন্ট এট আর্ম এপে. হাফিজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
Powered by Facebook Comments