আসন্ন বিজয়ের কাছাকাছি আমাদের পৌঢ়ত্ব জেগেছে
মহান প্রকৃষ্ট সমুদ্রের মতো
এইযে আমরা তরুনেরা রাজনীতির পুতুল হয়ে গ্যাছি
এবং হতে চলেছি সশস্ত্র রক্ষিবাহিনী-
দুম করে একদিন ফেলে দেব শহীদ মিনারের চূড়া,
কেউ হয়তো বলতে গ্যালে উপড়ানো দৃষ্টি নিয়ে
দীর্ঘশ্বাস ছুড়ে দেব আকাশের পানে,
আমি তাদের বাণীপাঠ স্বীকার করিনা
যে নীতি মানুষের প্রাণের হুমকি
যে নীতি ক্রমশ ভিক্ষের কুলি করে উন্মুখ
-আমি তাদের সে নীতি মানিনা।
আমি বর্তমান সংগ্রামের কোন যোদ্ধা নই
-যদি যোদ্ধা মানে ভিক্ষের মাল ভাগাভাগিকে বোঝায়
-তবে বর্তমান সৈনিক বেশ আমার প্রয়োজন নেই।
অগুনিত যোদ্ধার ভীড় চারদিকে,
সুযোগের সংগ্রামে অনেকেই লাস্যময়ী,
এদের পদধ্বনি ধ্বনিত করে বাংলার অসমাপ্ত
দুঃখবোধ।
বাংলার রক্তস্নাত ছেঁড়া-খোড়া বাগান গুলিতে
যারা রাজনীতির কৃত্রিম উৎসব করে
যারা তরুনের রক্তনিয়ে অসভ্যক্ষমতা রক্ষা করছে
আমি তাদের মর্মান্তিক মৃত্যু কামনা করছি।
এখানে, এ বাংলার সবুজ মাঠের বাহুপাশে,
আমরা বাঁচতে চাই,
বাংলাকে ভালবেসে বাঁচতে চাই,
বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।
আর যারা আমাদের চোখনিয়ে
অসুস্থ ব্যাখ্যার রাজনীতি করছে
এ বাংলার বিশাল ঋণের উপর দাঁড়িয়ে
আমি তার
-প্রতিবাদ করছি।
Powered by Facebook Comments