ইকবাল সিরাজী
এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মওশুম। তাই অনুরোধ, আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/বিচি /আঁটি/ দানা/ seeds গুলোকে ফেলে দেবেন না।
সেগুলো ভালো করে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান, তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেয়া সবথেকে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।
তাই আসুন, আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার। গাছ লাগাই, পুকুর-খাল-বিল-জলাধার গুলোকে পরিস্কার রাখি, বন বিভাগের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই-প্রকৃতিকে ভালবাসি।
আমরা সবাই এর সুফল ভোগ করতে পারবো। প্রকৃতি তার ভালোবাসা অনেক গুণ বাড়িয়ে দেবে !!!
নিখাদ প্রকৃতি
০১৭১১৯৮১৬৮৬
Powered by Facebook Comments