রবিবার, ১৫ মে ২০২২ |
১০:২১ অপরাহ্ণ | 70 বার
বিনা ধান-২১ জাতের বৈশিষ্ট্যঃ
- পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ৯৪-৯৬ সে. মি.।
- গাছ খাটো ও খাড়া বিধায় হেলে পড়ে না।
- চাল সাদা রঙের, লম্বা ও চিকন।
- রান্নার পরে ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু হয়।
- ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২১.৩ গ্রাম।
- চালে অ্যামাইলোজ ২৪.৯%।
জীবনকালঃ
- এ জাতটির জীবন কাল ১০০-১১২ দিন।
ফলনঃ
- খরা প্রবণ এলাকায় গড় ফলন ৪.৫ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৫ মন) তবে অনুক‚ল পরিবেশে ও উপযুক্ত পরিচর্যায় ৫.০ টন/ হেক্টর পর্যন্ত ফলন দিতে সক্ষম।
বিনা ধান-২১ জাতটির বিশেষ প্রয়োজনীয়তাঃ
- এটি একটি স্বল্প জীবনকালীন জাত।
- এ জাতটির জীবনকাল স্বল্প হওয়ায় আউশ মওসুমে এ ধান আবাদ করার পর আমন ধান আবাদের সুযোগ তৈরী হবে।
- খরা পীড়িত বরেন্দ্র অঞ্চলে চাষের উপযোগী।
- এ জাতে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত অন্য জাতের চেয়ে অনেক কম।
comments
Powered by Facebook Comments