রবিবার, ১২ জুন ২০২২ |
৯:১৯ অপরাহ্ণ | 108 বার
বিনা ধান-১৯ জাতের বৈশিষ্ট্য :
- আউশ ও আমন দুই মওসুমেই চাষ করা যায়।
- খরা সহিষ্ণু নেরিকা-১০ জাত থেকে উদ্ভাবিত।
- প্রচন্ড খরার সময় গাছের বাড়বাড়তি বন্ধ থাকে। আবার যখন অনুক‚ল পরিবেশ আসে তখন দ্রুত বাড়বাড়তি হয়ে স্বাভাবিক ফলন দিতে সক্ষম।
- চাল সরু ও লম্বা।
জীবনকাল :
- এ জাতটির জীবন কাল ৯৫-১০৫ দিন।
ফলন :
- আউশ মওসুমে- গড় ফলন ৩.৮৪ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১১.৭ মন)
সর্বোচ্চ ফলন ৫.০ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৬.৭ মন)
- আমন মওসুমে- গড় ফলন ৫.১৬ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৭.২ মন)
সর্বোচ্চ ফলন ৫.৫ টন/ হেক্টর। (বিঘা প্রতি প্রায় ১৮.৩ মন)
বিনা ধান-১৯ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা :
- বরেন্দ্র ও পাহাড়ী এলাকাসহ সারাদেশে বৃষ্টি নির্ভর সরাসরি রোপন (ডিবলিং) উপযোগী।
- সেচের পানি সাশ্রয়ী।
comments
Powered by Facebook Comments