শিরোনামঃ প্যারাভূজ ভালোবাসা
বিনাশক আগুনের অপসৃয়মান ফুল
আঁধার আলো গাঁথামালা-
মহাকাশ পটভূমে বেনী খোঁপা বাঁধা।
স্তব কৃত উত্তরাধুনিকতা-শব্দ গাঁথুনি
উঁচু টাওয়ারের মাথা গুণি।
ভাসমান মহাবিশ্বে ধরা বাঁধা
গাণিতিক গতি-নগর বসতি
ভাঙ্গাগড়া ফ্রেম,পাল্টানো সিরিজ দৃশ্য
কখনো কালঘুমে বেহিসেবি।
প্যারাভূজ ভালোবাসা ছদ্মবেশী স্পাই
কালোহীরে পাখি নীড়ে পরবাসি ভাই।
নিরন্তর প্রেমের বহমান ধারা
সুপার আধুনিক যান্ত্রিক আড্ডায়
ছায়াপথ প্রদক্ষিণে সসার শিকার-
অহেতুক কামান দেগে আকাশ জাগিয়ে তুলি।
Powered by Facebook Comments