কবিতার শিরোনামঃ ভালো নেই তবুও ভালো
রহস্যগল্প শোনার কালান্তর রাত পোহাতে
কত আর দিশাভঙ্গ বেদনার অজুহাত
সেই থেকে চেনা-
অসংখ্য গ্যালাক্সির অদৃশ্য পরতে লুকানো
অবোধ্য নক্ষত্র চাষাবাদ!
উড়তে উড়তে সীমারেখা টেনে
স্মিতারূপে ক্ষণিক জ্বালা
রহস্যগল্পের অপেক্ষা প্রহর ছুটে চলা।
রুদ্র সিডর তীব্র সুনামি
সামষ্টিক বিকট চীৎকার
কান ফাটা শব্দে অবিরাম আতসবাজি
ভিতর গহীনে অবারিত খেলা।
স্বাগত কুহেলিকা –
এবার বাজাও যুদ্ধ দামামা কঠিন ফরমান
কামান গোলা নিঃশব্দে শুষে নেয় গোলাপ কুঁড়ি
রাইফেল স্টেনগান ঠেকাবে শুকনো ঘাসফুল
নিখুঁত নিশানা লেজার গাইডেড মিসাইল
মিস গাইডেড-হাস্নাহেনার মনকাড়া সুবাসে
দিক পাল্টায়-অজানায়।
টানা সীমারেখা ধরে
মরাল গ্রীবায় কল্পচুমু আঁকি,
ভালো নেই তবুও ভালো-
রাতদিন প্রতিদিন তোমাতেই থাকি।
Powered by Facebook Comments