প্রিয় মওলানা;
আপনাকে আমি দেখিনি
শুনিনি কখনো ভাষনে
তাতে কি?
আপনার জনসমুদ্রসম জানাজা এখন টক অব দ্য কান্ট্রি
প্রতিটা প্রচার যন্ত্রে আছড়ে পড়ছে শোকাতুর মানুষের প্রমত্ত ঢেউ।
মানুষ এতো পাগল হয় কি করে
কি করে হয় এমন আত্মঘাতী?
মানুষ এতো মানুষকে ভালোবাসে কি করে?
এই করোনাকালে
এই (অ)সামাজিক দূরত্বের জাহেল জজবায়
এই মরন্মুখ উপত্যকায় –
জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে এই যে জনস্রোত
এই যে অলৌকিক আবাবিলের দল নেমে এলো
শোকের সৈকতে।
কি ভাবে, কি ভাবে সম্ভব তা জনাব?
ইশকের কী এমন বীজ বুনেছিলেন প্রিয় শায়েখ-
এতো নিষেধ, এতো বাধা ও বারন
না কোন নোটিশ, না কোন মাইকের ডাক
তবুও জমজমের অনিঃশেষ ধারার মতো
কি করে জড়ো হলো এতো সফেদ স্বজন?
প্রিয় মরহুম;
আমার এই বাক্যাবলি, এই কবিতা
আপনার কানে প্রতিধ্বনিত হবে কিনা জানি না
এর শব্দ-মন্জুরী আপনার বিগত শ্রবণে কোন নোটিশ পাঠাবে কিনা-
তবু এইটুকু জানবেন হে কামেল প্রেমিক
আমরা আপনাকে ঈর্ষা করি
ঈর্ষা করি আপনার প্রেমময় অর্জনে।
Powered by Facebook Comments