দূর-আযানে পাখির গানে
যেখানে ভোর হয়
সেইতো আমার জন্মভূমি
আমার পরিচয়!
জারি সারি পল্লীগীতি
ভাটিয়ালি গান
সবুজ শ্যামল মায়ের আঁচল
জুড়ায় দেহ প্রাণ।
কুলি মজুর রায়-বাহাদুর
একই মায়ের দান
পদ্মা মেঘনা মহানন্দা
বুকে বহমান!
পলাশ শিমুল শিউলী বকুল
রঙিন তোমার বুক
তোমার সুখে হাসি মাগো
কাঁদি পেলে দুখ!
Powered by Facebook Comments