কৃষকের ছেলে
আমি প্রয়াত এক কৃষকের ছেলে
মাটিই আমাদের পরম আরাধনায় পাওয়া ধন
এই মাটি চষেই-
খেয়ে পড়ে সম্মানে গত হয়েছে আমার চৌদ্দ পুরুষ।
বাবা প্রায়শই বলতো-
করুণার দিল্লির লাড্ডুর চেয়ে;
ঘরের বিন্নি ধানের খইয়ের মোয়া খাওয়া অধিক তৃপ্তির!
প্রজার রক্ত চুষে গড়া রাজপ্রাসাদে,জৌলুস থাকে;
কিন্তু থাকে না,নিজের গড়া মাটির ঘরের মত প্রশান্তিও…
বাবা গত হওয়ার পর,প্রথম আষাঢ়েই-
বাবার স্থলাভিসিক্ত হয়ে মাঠে নামে আমার বড় ভাই;
ফলায় সোনার ফসল।
সে ফসলে চলে আমাদের খাওয়া,পড়া,বিবিধ।
শুধু কি তাই?
-নির্বাচনী চাঁদা,সরকারী কর,পদ্মা সেতুর অনুদান,প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান,সব সব…
সবকিছুই আসে ঐ ফসলী আয় থেকে!
আমি প্রয়াত এক কৃষকের ছেলে
গ্রামেই কেটেছে আমার শৈশব-কৈশোর;
শিক্ষার প্রাথমিক,মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পাঠ ঐ গ্রামেই!
ঢাবিতে পড়ার সুযোগ হয়নি আমার;
তাই,পাইনি পনের টাকার সিট,আটত্রিশ টাকার খাবার!
আমি প্রয়াত এক কৃষকের ছেলে
আমার কৃষক পিতা বহু কষ্টে আমায় পূর প্রকৌশল বিদ্যায় পড়িয়েছে;
অথচ আমি একটি ভালো চাকুরী পাইনি!
পেয়েছে,আমার চেয়ে কমমেধার কোটাধারী বন্ধুরা..
আমি প্রয়াত এক কৃষকের ছেলে
আমার কোটা নেই,
চাকুরীতে কৃষকের ছেলের কোটা থাকেনা…
১৩.০৭.১৮
ঢাকা
Powered by Facebook Comments