হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার হারুন আর রশিদ মাধবপুরে ট্রাক চাপায় নিহত হয়েছেন।
সোমবার (১১মে) আনুমানিক ১০.৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন আর রশিদের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর সেরুডাঙ্গায়।
সুত্র জানায়, তিনি বিভাগীয় দায়িত্ব পালনে অফিসে যাওয়ার পথে মটর সাইকেলে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। একই মটর সাইকেলের আরোহী উপসহকারী কৃষি অফিসার মো. ফিরোজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় নিহত মো. হারুন অর রশিদের রূহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি) হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় গুরুতর আহত মো. ফিরোজ মিয়ার আশু সুস্থতা কামনা করা হয় এবং সারাদেশের সকল ডি. কৃষিবিদসহ কৃষি পরিবারের সকলের নিকট দোয়া কামনা করা হয়।
Powered by Facebook Comments