শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে উপসহকারী কৃষি অফিসার ২০২১ ব্যাচের পুনর্মিলণী অনুষ্ঠিত হয়।
উপসহকারী কৃষি অফিসার ২০২১ ব্যাচের ৩য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে উপসহকারী কৃষি অফিসার ২০২০ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আবুল বশরের সভাপতিত্বে ও পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ শাহ পরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (ডিকেআইবি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক জিয়াউল হায়দার হাসেমী পলাশ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সৈয়দ জাহীদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (ডিকেআইবি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য (অর্থ) মো. আবু বকর সিদ্দিক, সদস্য শরীফ আব্দুল কাদের, মীর মনিরুল হক, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) এর কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুমনা আক্তার স্মৃতি, কেন্দ্রীয় নেতা ভিপি নুর আলম মনির, রেজাউল হক রবিন, ডিপ্লোমা কৃষিবিদ নেতা গোলাম সারোয়ার রাজা প্রমূখ।
সারাদেশ থেকে আগত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি অফিসার হিসেবে ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে নিজেদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আড্ডা, গল্প ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তরা উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের গেজেট নোটিফেকেশনা, নিজ জেলায় পদায়ন, পদোন্নতি দাবিসহ নানা প্রদক্ষেপের কথা জানান। এছাড়াও নবীন ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেশের কৃষি ও কৃষি উন্নয়নে ভূমিকা ও করনীয় নিয়েও আলোচনা হয়।