বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর নন-ক্যাডার (১০ম গ্রেড) উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রস্তুতি আলোচনা করা হলো।
@ ইংরেজি বিষয়ের সিলেবাস @
মান বন্টন:
01. Essay (with hints) : 15
এই অংশে দু’টো Essay হিন্টস সহ থাকবে। যেকোন ০১ টার উত্তর করতে হবে।
02. Letter: 05
(Official/Demi-Official/ Memorandum/Business Type)
একটা থাকবে। সেটার উত্তর করতে হবে।
03. Comprehension:10
এখানে একটা কম্পিহেনশন থাকবে। সেই কম্পিহেনশন থেকে ৫ টা প্রশ্ন থাকবে। ০৫ টি প্রশ্নরই উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের মান ০২।
04. Grammar: 10
(Use of verb, Preposition, Voice, Narration, Correction, Use of Words having similar pronunciation but conveying different meaning, use of idioms and phrases.)
এই অংশে ২-৩ রকমের প্রশ্ন থাকবে।
তারমধ্যে Preposition, Corrections, Idioms & Phrases এই তিনটা বারবার আসে। আশা করা যায় শুধু উপরোক্ত ০৩ টা বিষয়ে চর্চা করলেই হবে।
সর্বমোট: ৪০
শর্ট সিলেবাস:
সরকারী কর্ম কমিশন এর জানুয়ারি/২০১৮ সালে থেকে SAAO পদের লিখিত পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল নন-ক্যাডার লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের যেমন: উপ-সহকারী প্রকৌশলী, সহকারী শিক্ষা অফিসার, সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ইত্যাদি পদের বাংলা অংশের সমাধান।
জেনে রাখুন: ইংরেজিসহ নন-টেকনিক্যাল বিষয়গুলোতে কোন ফেল নেয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের ক্ষেত্রে:
আপনি যতটুকু এমন কী ০১ মার্ক পেলেও সেটা মোট নম্বরের সাথে যুক্ত হয়ে যাবে। ২৫% এর কম পেলে প্রাপ্ত মান শূন্য ধরার শর্তটাও ২০১৯ সাল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি গুলোতে বাদ দেওয়া হয়েছে।
৯ম গ্রেডের নন-ক্যাডার পদের জন্য:
“কোনো বিষয়ে ২৫% এর কম নম্বর পেলে প্রার্থী উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি মর্মে গণ্য হবে।” ধারা: ১.১.৬।
অর্থাৎ ১০ এর কম পেলে প্রাপ্ত মান শুন্য ধরা হবে। উদাহরণস্বরুপ ইংরেজিতে ০০ হয়ে টেকনিক্যালে কমপক্ষে ২৪ সহ মোট ৯০ পেলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।
অন্যদিকে ১০ম গ্রেডের ক্ষেত্রে এমন কিছু বলা নাই। যেটা ২০১৮ বা তার আগের সার্কুলারে ৯ম গ্রেডের মত সুস্পষ্ট বলা ছিল। যেতেতু ২০১৯ সাল থেকে প্রকাশিত সার্কুলারে সেটা (২৫%) বলা নাই সেহেতু উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের ক্ষেত্রে ০১ পেলেও মোট মার্কস এর সাথে যুক্ত হয়ে যাবে।
বি:দ্র: প্রিলিমিনারিতে অনেক বেশি প্রার্থী উত্তীর্ণ করা হয়েছে। চাকুরির চূড়ান্ত সুপারিশ পেতে লিখিত পরীক্ষায় বেশি মার্কস পাওয়ার জন্য সবগুলো বিষয় এমনকি ২০০ মার্কস (ভুল বা সঠিক হোক) উত্তর করার চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের সহায় হোন!
Powered by Facebook Comments