এই আমার মাটি,
যেন মনি-মুক্তা খচিত এক ধবল শীতল পাটি।
হেমন্তে নতুন ধানের রঙ,
মাঠে মাঠে স্বর্ণালী বসন।
এর চেয়ে বড় জুয়েলারি
আমি দেখিনি কোনদিন!
শীতের শিশিরে চিক চিকে সোনালী ধানের শীষ,
যেন নতুন বাসরে কুমারী বধুর নতজানু মুখ।
এ যেন আমার দেখা রবীন্দ্রনাথের হৈমন্তীর রূপ,
যে এলো এলো বলে,
সাতাশটি বছর কেটে গেল
যার জন্য চির প্রতীক্ষা এ বাংলার ঘরে ঘরে।
আকাশের নীলের সাথে আড়ি মেখে
পাকা ধানের পুষ্ট দানায় ফোঁটায় ফোঁটায় শিশির বিন্দু,
এ যেন হীরের জলসার ভোর।
রোদ যেন সোনা পোড়া আগুনে খাঁটি সোনার গোপন বার্তা –
দিয়ে যায় কৃষাণ-কৃষাণীর কানে কানে।
মাঠ থেকে কাঁধ ভরে হীরে বয়ে আনা কৃষকের অম্লান হাসি মুখ…
আমি আর কোথাও দেখিনি।
এই আমার সোনাফলা ধবল মাটি
এর চেয়ে বড় জুয়েলারি আমি আর দেখিনি কোথাও।
Powered by Facebook Comments