অবিশাস্য হলেও সত্য। পাবনার চাটমোহরে এক কৃষকের ঘরে পোষা ছাগল ৫টি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের মজিবর সরকারের বাড়িতে। বাচ্চা প্রসবের ঘটনাটি আশপাশে জানাজানি হলে একনজর বাচ্চাগুলো দেখার জন্য তার বাড়িতে মানুষ ভিড় করতে দেখা গেছে।
কৃষক মজিবরের স্ত্রী গৃহিনী মিনারা খাতুন বলেন, আমার বাড়িতে মোট তিনটি বড় খাসি ছাগল ও একটি বড় ছাগী পালন করে আসছিলাম। খাসি ছাগলগুলো বড় করে বিক্রি করব আর ছাগীটা থেকে যে বাচ্চা আসবে সেটাও পালন করার চিন্তা আছে। মঙ্গলবার সকালে ছাগীটি বাচ্চা প্রসব শুরু করলে এক এক করে ৫টি বাচ্চা প্রসব করে। এই বাচ্চাগুলোর মধ্যে তিনটি খাসি আর দুইটি মেয়ে বাচ্চা। সব বাচ্চাই সুস্থ ও ভালো আছে। আশপাশের অনেক মানুষ আমার বাড়িতে আসছে বাচ্চাগুলো দেখার জন্য এতে করে আমার খুব ভাল লাগছে।
Powered by Facebook Comments