ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ, নোয়াখালী এর শিক্ষার্থীদের নিয়ে ‘ছাত্র সংসদ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠানের সভপতিত্ব করেন উপসহকারী প্রশিক্ষক মো. মনির আহমেদ। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডিকেআইবি নোয়াখালী জেলা কমিটির সভাপতি একেএম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উক্ত “ছাত্র সংসদ” এর প্রয়োজনীয়তা ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন ডিকেআইবি নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ ডিকেআইবি নোয়াখালী জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
পরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় ছাত্র সংসদের ২১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এই ছাত্র সংসদ ডিকেআইবি জেলা ও কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সমন্বয় করে ইনস্টিটিউট এর শিক্ষার মান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়, সর্বোপরি ছাত্র-ছাত্রীদের কল্যানে কাজ করবে বলে সংসদের নির্বাচিত প্রতিনিধিগণ প্রত্যয় ব্যক্ত করেন।
Powered by Facebook Comments