এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। সিলেট দক্ষিণ সুরমাস্থ গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স গ্লোবালের অতিত সভাপতি এপে. কেটু হুত, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম. এ. কাইয়ূম চৌধুরী, জেলা গভর্নর-৪ এপে. ইফতেখার হোসাইন, গ্রীণ হিলস ক্লাবের সভাপতি এপে. আসাদুজ্জামান দুলাল, সদ্য অতিত সভাপতি এপে. এড. শাহীনুল ইসলাম, অতিত সভাপতি এপে. আদিল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এপে. এড. মানিক উদ্দিন, সেক্রেটারি এপে. এ. কে. আজাদ ফাহিম, সেবা পরিচালক এপে. শাহ মো. লোকমান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
Powered by Facebook Comments