অদ্য ৩০ মে ২০১৯ খ্রিঃ তারিখে সিলেটের আম্বরখানাস্থ হাসান-হোসাইন (রা.) হাফিজিয়া মাদ্রাসায় এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি আসাদুজ্জামান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর-৪ এপে. ইফতেখার মনি।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদ্য অতিত জেলা গভর্ণর-৪ এপে. এড. মাসুম আহমদ, অতিত জেলা গভর্ণর-৪ এপে. আহমেদ জাকারিয়া, গ্রীণ হিলস ক্লাবের অতিত সভাপতি এপে. হাফিজ আবদুর রহমান, এপে. শাহেদুর রহমান, এপে. নাজমুল হুদা, শাহ পরান সিটি ক্লাবের অতিত সভাপতি মাহবুব আলম এরশাদ, সভাপতি এপে. আব্দুর রহিম, রোজগার্ডেন ক্লাবের সভাপতি এপে. লায়েক মাহমুদ, গ্রীণ হিলস ক্লাবের সিনিয়র সহসভাপতি এপে. এড. মানিক উদ্দিন, জুনিয়র সহসভাপতি এপে. বাবরুল হোসেন বাবুল, সেক্রেটারী এপে. এ. কে. আজাদ ফাহিম, সেবা পরিচালক এপে. শাহ মো. লোকমান আলী, এপে. শেখ জাহেদুর রহমান মাসুমসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Powered by Facebook Comments