শনিবার (৫ মে) সকাল ১০ টায় সিলেট দক্ষিণ সুরমা গোপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান এপে: এডভোকেট শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও এপে: আহমেদ জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) ডা. এ মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এপে: সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল (জাতীয় সভাপতি, এপেক্স বাংলাদেশ), অধ্যাপক ডা. এম এনায়েত উল্লাহ (সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট), এপে: এম এ কাইয়ুম চৌধূরী (জাতীয় সহ-সভাপতি, এপেক্স বাংলাদেশ)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এপে: এডভোকেট এ কে এম সমিউল আলম (এলজি, এপেক্স বাংলাদেশ), এপে: চন্দন দাস (পিএনপি, এপেক্স বাংলাদেশ), এপে: জাহাঙ্গীর আলম (এনএসডি, এপেক্স বাংলাদেশ), এপে: মাসুম আহমেদ (জেলা -৪ গভর্নর, এপেক্স বাংলাদেশ)।
সম্মানিত ডাক্তার ও অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর, অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে, ডা. খালেদ মহসিন, সাংবাদিক আবু তালেব মুরাদ, অধ্যাপক ডা. বদিউজ্জামান, ডা. হারুন রশিদ, ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, ডা. মো. ইকবাল আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- এপে: এডভোকেট মিসবাহুর রহমান আলম, এপে: প্রফেসর ড. মোহন মিয়া, এপে: শফিকুল ইসলাম, এপে: এডভোকেট চৌধূরী আতাউর রহমান আজাদ, এপে: বদরুল আলম, এপে: ইফতেখার মনি, এপে: এডভোকেট জালাল আহমদ, এপে: শায়েক খান, এপে: এডভোকেট আব্দুল কুদ্দুস, এপে: এডভোকেট আব্দুর রশীদ জুবের, এপে: এরশাদ, এপে: নুরুল ইসলাম আশুক, এপে: আদিল হোসাইন, এপে: শাহেদুর রহমান, এপে: মো. নাজমুল হুদা, এপে: জয়নুল হক, এপে: শাহ মো. লোকমান আলী, এপে: প্রভাত পাল, এপে: এ. কে. আজাদ ফাহিম, এপে: এডভোকেট মানিক উদ্দিন, এপে: বাবুল, এপে: দুলাল, এপে: লস্কর, এপে: রকিব আলী, এম বাবর লস্কর, এপে: মো. আলী (জেলা- ২ গভর্নর), এপে: কাওসার, এপে: সোহাগ, এপে: তৌহিদ, এপে: এমদাদ, এপে: হেমন্ত, এপে: সৌরভ, এপে: বাবুল মিয়া, এপে: তাহেদুর, এপে: ইউনুস, এপে: মাসুম, শামীম আহমেদ, গিয়াস উদ্দিন, এম.এ গফুর মজুমদার প্রমুখ।
এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প এ ৫ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
Powered by Facebook Comments