এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের উদ্যোগে শুক্রবার (৩০ এপ্রিল ২০২১) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে সমাজের কম সৌভাগ্যবানদের মাঝে অর্ধশত বস্তা চাউল বিতরণ করা হয়।
কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর-৪ এপে. মোঃ শাহেদুর রহমান, সাবেক জেলা গভর্নর-৪ এপে. এড. গিয়াসউদ্দিন চৌধুরী, গ্রীন হিলস ক্লাবের আজীবন সদস্য এপে. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সেক্রেটারি এপে. এড.আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জের সভাপতি এপে. আশরাফ উদ্দিন, সাবেেক সভাপতি এপে. মোঃ দুলাল আহমদ, বোর্ড মেম্বার এপেক্সিয়ান মোনায়েম আহমদ খান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Powered by Facebook Comments