এপেক্স ক্লাবস অব বাংলাদেশের পূর্ব নির্ধারিত জাতীয় সেবা দিবস উপলক্ষ্যে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র আয়োজনে আউশ মওসুমের ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের মাঝে আউশ মওসুমে চাষাবাদের হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি এপেক্সিয়ান কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিমের সভাপতিত্বে এসময় এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান এড. একেএম সামিউল আলম, এপেক্সিয়ান আক্তার হোসেন খান, জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান মো. বাবুল মিয়া, সদ্য সাবেক জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান মো. শাহেদুর রহমান, এপেক্স ক্লাব অব বিশ্বনাথের লাইফ মেম্বার এপেক্সিয়ান এড. আতিকুর রহমান সাবু, সাবেক জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান এড. মিজবাহুর রহমান আলম, এপেক্সিয়ান এড. মাসুম আহমদ, জেলা সেক্রেটারী-৪ এপেক্সিয়ান এমদাদুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান মো. নাজমুল হুদা, বোর্ড মেম্বার এপেক্সিয়ান আব্দুর রহমান শুভ-সহ জেলা-৪ এর বিপুল সংখ্যক এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।
Powered by Facebook Comments