প্রিয় ডিঃ কৃষিবিদ নিয়োগ প্রত্যাশীগন আপনাদের প্রতি রইল শুভকামনা। আপনাদের কাংক্ষিত লক্ষ্য পূরণ করে সাফল্যের শীর্ষে আরোহণ করেন চাষাবাদ ডট কম সেই আশাবাদ করে।
আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরনে এবারের পর্বে ‘মাঠ ফসলের চাষাবাদ-১‘ হতে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি তৈরি করেছেন ডিঃকৃষিবিদ জোবায়ের কায়সার(উপসহকারী কৃষি কর্মকর্তা) এবং রাসেল মাহবুব(উপসহকারী কৃষি কর্মকর্তা)। আমাদের চাষাবাদ ডট কম এর সাথেই থাকুন( www.chashabad.com )।
এসএএও নিয়োগ প্রস্তুতি – পর্ব -১২
মাঠ ফসলের চাষাবাদ-১
১) কোনটি উদ্যান ফসল?
ক)কলা, পেঁপে, আম,ধান
খ)আলু,আনারস,পেঁপে,আম
গ)চা,কফি,কলা,ভূট্রা
ঘ)ধান,গম,সরিষা,পাট
ঙ)কোনটিই নয়।
২)পানীয় শিল্পের ব্যবহার করা হয় কোন ফসল?
ক)আখ
খ)কফি
গ)বীট
ঘ)আম
ঙ)সব’কটি।
৩)চাষের সাহায্যে আগাছা কে মাটি দ্বারা ঢেকে দিলে কোনটি সাধিত হয়?
ক)জৈব পদার্থ যোগ হয়
খ)নতুন আগাছা জন্ম লাভ হয়
গ)রাসায়নিক পদার্থ যোগ হয়
ঘ)পোকার উপদ্রব্য হয়
ঙ)কোনটিই নয়।
৪)আধুনিক ধান জাতের বৈশিষ্ট্য কেনটি?
ক)ফলন বেশি হয়
খ)কম পানির প্রয়োজন
গ)সারের প্রয়োজন কম হয়
ঘ)রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়
ঙ)কোনটিই নয়।
৫)স্থানীয় জাতের বৈশিষ্ট্য কোনটি?
ক)রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
খ)পানির প্রয়োজন বেশি
গ)পোকার মাকড়ের আক্রমণ বেশি
ঘ)ধান গাছ হেলে পড়ে না
ঙ)কোনটিই নয়।
৬)গমের জাত কোনটি?
ক)মালা
খ)কাঞ্চন
গ)মোহর
ঘ)ফাল্গুনী
ঙ)সব’কটি।
৭)বীজ শোধনের সাহায্যে কোন ধরনের রোগ প্রতিরোধ করা হয়?
ক)মাটিবাহিত
খ)পানিবাহিত
গ)বীজবাহিত
ঘ)সবগুলোই
ঙ)কোনটিই নয়।
৮)আমাদের দেশের মাটিতে কোন পুষ্টি উপাদানের ঘাটতি সবচেয়ে বেশি?
ক) নাইট্রোজেন
খ)পটাশিয়াম
গ)জিংক
ঘ)সালফার
ঙ)কোনটিই নয়।
৯)কোনটি ফসফরাস বহনকারী সার কোনটি?
ক)ইউরিয়া
খ)টি এস পি
গ)জিংক
ঘ)জিপসাম
ঙ)কোনটিই নয়।
১০)ফসলের ফলন কোনটির ওপর নির্ভর করে?
ক)বীজ বপন
খ)সার প্রয়োগ
গ)পরিচর্যা
ঘ)সবকটিই
ঙ)কোনটিই নয়।
১১)উদ্ভিদ তার পুষ্টি উপদানসমুহ সাধারণত কি আকারে গ্রহণ করে?
ক)কঠিন
খ)তরল
গ)বায়বীয়
ঘ))সবকটিই
ঙ)কোনটিই নয়।
১২) গুদামজাত করণে বীজের আদ্রর্তা কোনটি উপযোগী?
ক)১০-১২
খ)১৫-১৭
গ)১৫-২০
ঘ)২০-২৫
ঙ)কোনটিই নয়।
১৩)কোন পোকা ধানের জন্য মারাত্মক ক্ষতিকর?
ক)বিছা
খ)পামড়ি
গ)সুতলি
ঘ)জাব পোকা
ঙ)কোনটিই নয়।
১৪)ফুল ফোটার কত দিনের মাঝে ধানের পরিপক্বতা আসে?
ক)২০-২৫
খ)৩০-৪০
গ)৪০-৫০
ঘ)৫০-৫৫
ঙ)কোনটিই নয়।
১৫)বোনা আমন ধানের গাছের মত দেখতে আগাছা হলো?
ক)আড়াইল
খ)ঝরা ধান
গ)গইচা
ঘ)পানি লবঙ্গ
ঙ)কোনটিই নয়।
১৬) মুগ কোন ধরনের ফসল?
ক)দানাজাতীয় খাদ্য ফসল
খ)শিম জাতীয় দানা ফসল
গ)পশুখাদ্য
ঘ)সুবজ সার ফসল
ঙ)কোনটিই নয়।
১৭) বীজ আখের বয়স কত হওয়া উচিত?
ক)৬-৭ মাস
খ)৮-৯মাস
গ)১০-১১ মাস
ঘ)১২-১৩ মাস
ঙ)কোনটিই নয়।
১৮)আখের জমি কত মাস পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হয়?
ক)১-২
খ)২-৩ মাস
গ)৩-৪ মাস
ঘ)৫-৬ মাস
ঙ)কোনটিই নয়।
১৯) পাটের রিবন রেটিং কেন করা হয়?
ক)পাট পচানোর পানির অভাবে
খ)শ্রমিকের অভাবে
গ)পদ্ধতিটি লাভজনক
ঘ)ছাল ছাড়ানো সহজ
ঙ)কোনটিই নয়।
২০)রোপা আমন ধানের চারার রোপনের দুরত্ব কত?
ক)৩০-২০ সেমি
খ)২৫-১৫ সেমি
গ)২৫-৫ সেমি
ঘ)২০-১২ সেমি
ঙ)কোনটিই নয়।
আজকের(১২পর্ব) সমাধান দেয়া হবে আগামী পর্বে।।
নিয়োগ প্রস্তুতি – পর্ব ১১-এর সমাধান –
উত্তরঃ
১।ক)পোকার দেহ থেকে নির্গত রাসায়নিক আকর্ষক পদার্থ
২।ঘ)নিমের নির্যাস
৩।গ)ভূমি কর্ষণ।
৪।ঘ) লেবুর পাতার মাইনার
৫।গ) ট্যাকাইনিড মাছি
৬।খ)ফরাডান
৭।ক)১২-১৩%
৮।গ)২৫ ডিগ্রী সে.
৯।গ)খনিজ পদার্থ
১০।ঘ) হাইপোবেরিক পদ্ধতি
১১।খ)প্রায় ১০-১৫ভাগ
১২।খ)মধ্যম ও পশ্চাৎ বক্ষে
১৩।গ)লালশাক
১৪।গ)১৮০ সে.মি
১৫।গ)৬.৬-৭.৩
১৬।গ) 30 সে মি
১৭।ক) টরী-৭
১৮।গ)লালশাক
১৯।ক) জাব পোকা
২০।খ)৩ ধরনের।।
[বিঃদ্রঃ- প্রয়োজনে লাইক,শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।]
Powered by Facebook Comments