প্রিয় ডিঃ কৃষিবিদ নিয়োগ প্রত্যাশীগন আপনাদের প্রতি রইল শুভকামনা। আপনাদের কাংক্ষিত লক্ষ্য পূরণ করে সাফল্যের শীর্ষে আরোহণ করেন চাষাবাদ ডট কম সেই আশাবাদ করে।
আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরনে এবারের পর্বে ‘ফুল ও সুদৃশ্য গাছের চাষাবাদ‘ হতে চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি তৈরি করেছেন ডিঃকৃষিবিদ জোবায়ের কায়সার(উপসহকারী কৃষি কর্মকর্তা)এবং আমি রাসেল মাহবুব(উপসহকারী কৃষি কর্মকর্তা)। আমাদের চাষাবাদ ডট কম এর সাথেই থাকুন( www.chashabad.com )।
ফুল ও সুদৃশ্য গাছের চাষাবাদ-
০১) ফুলগাছের সেচ প্রয়োগের উপযুক্ত সময় কখন?
ক) সকাল বেলা খ) দুপুর বেলা
গ) বিকাল বেলা ঘ) রাত্রি বেলা
ঙ) কোনটাই নয়।
০২) প্রতিষ্ঠিত ফুলগাছে বাড়তি সার কখন প্রয়োগ করা উচিত?
ক) শীতের আগে খ) শীতের মাঝে
গ) শীতের পর ঘ) বর্ষার সময়
ঙ) কোনটিই নয়।
০৩) লতা কিংবা গুল্মজাতীয় গাছের ডালাপালা ছেটে বিভিন্ন রুপ দেওয়ার কৌশলকে কী বলে?
ক) রোজারি খ) কেয়ারি
গ) শ্রাবারি ঘ) টোপিয়ারি
ঙ) কোনটিই নয়।
০৪) কোন জাতীয় ফুলগাছের কান্ড দুর্বল প্রকৃতির?
ক) বৃক্ষ খ) বিরুৎ
গ) গুল্ম ঘ) ক্যাকটাস
ঙ) সবগুলো।
০৫) চন্দ্রমল্লিকার বংসবিস্তার কী দিয়ে করা হয়?
ক) গুড়িচারা খ) দাবা কলম
গ) বাল্ব ঘ) কন্দমূল
ঙ) কোনটিই নয়।
০৬) পরাশ্রয়ী অর্কিডে কোন ধরনের মূল বের হয়?
ক) গুচ্ছ মূল খ) প্রদান মূল
গ) অস্হানিক মূল। ঘ) রূপান্তরিত মূল
ঙ) কোনইটি নয়।
০৭) অর্কিডের বংশবিস্তার কী দ্বারা করা হয়?
ক) বীজ খ) শাখা কলম
গ) দাবা কলম ঘ) গ্রাফটিং
ঙ) কোনটিই নয়।
০৮) ক্যাকটাস কোন অঞ্চলের উদ্ভিদ?
ক) মরু অঞ্চল খ) নাতিশীতোষ্ঞ অঞ্চল
গ) হিম অঞ্চল ঘ) মৌসুমি অঞ্চল
ঙ) কোনটিই নয়।
০৯) অপুষ্পক উদ্ভিদ কোনটি?
ক) ক্যাকটাস খ) ফার্ণ
গ) স্পোর ঘ) রূপান্তরিত মূল
ঙ) কোনটিই নয়।
১০) ফার্ণ গাছের বংশবিস্তার ব্যবহার করা যায় কোনটি?
ক) পাতা খ) পত্রকুড়ি
গ) স্পোর ঘ) রূপান্তরিত মূল
ঙ) সব’কটি।
১১) বোতল পামের অপর নাম কি?
ক) এরিকা খ) ডুম
গ) ঝোপ ঘ) রয়াল
ঙ) কোনটিই নয়।
১২) চ্যাপ্টা পাতাযুক্ত পিরামিড আকারের গাছ কোনটি?
ক) থুজা খ) অরোকেরিয়া
গ) পাইন ঘ) জিনিপার
ঙ) কোনটিই নয়।
১৩) পাইন সাধারণত কোন এলাকার বৃক্ষ?
ক) ইরান। খ) থাইল্যান্ড
গ) আফ্রিকা ঘ) হিমালয়
ঙ) কোনটিই নয়।
১৪) মাটিকে সচ্চিদ্র করে তুলতে সহায়তা করে নিচের কোনটি?
ক) পাতা পচা সার খ) ছাই
গ) পানি ঘ) বালি
ঙ) কোনটিই নয়।
১৫) কাঁটা ফুটন্ত ফুল অনেকদিন তাজা রাখার জন্য কী করা উচিত?
ক) পরাগায়ন বন্ধ করা উচিত
খ) পরাগায়ন নিশ্চিত করা উচিত
গ) গরম পানি পাঁপড়িতে ছিটানো উচিত
ঘ) ঠান্ডা পানি পাঁপড়িতে ছিটানো উচিত
ঙ) কোনটিই নয়।
১৬) লনের ঘাস ছাঁটাই করতে ব্যবহার করা হয় কোনটি?
ক) মোয়ার খ) রোলার
গ) প্রুনিং শিয়ার ঘ) নিড়ানী
ঙ) কোনটিই নয়।
১৭) সাধারণত কোন জাতীয় গাছ দিয়ে হেজ তৈরি করা হয়?
ক) বিরুৎ খ) গুল্ম
গ) বৃক্ষ ঘ) লতানো
ঙ) কোনটিই নয়।
১৮) কোন গাছ বনসাই এর জন্য নির্বাচন করা যায়?
ক) কাঁঠাল খ) নারিকেল
গ) মেহগুনি ঘ) শিশু
ঙ) কোনটিই নয়।
১৯) মাটির পিএইচ ৭.৩ এর বেশি হলে কোন যৌগিক পদার্থ অদ্রবণীয় হয়?
ক) কোবাল্ট খ) ম্যাগনেসিয়াম
গ) ফসফরাস ঘ) সালফার
ঙ) সব’কটি।
২০) বনসাই চর্চায় জন্য কোন যন্ত্র ব্যবহার হয়?
ক) কোদাল খ) লাঙ্গল
গ) বাটালি ঘ) খন্তা
ঙ) কোনটিই নয়।
আজকের(০৯ পর্ব) সমাধান দেয়া হবে আগামী পর্বে।।
নিয়োগ প্রস্তুতি – পর্ব ০৮ -(কৃষি বিভাগ- মৎস্য চাষ ব্যবস্থাপনা) এর সমাধান –
১।খ) খাদক ২।গ) পুকুরের তলদেশের কাদায়
৩।ক) ৪ বর্গ ফুট ৪।ঘ) ৭২-৮০ ডিগ্রি সেঃ
৫।ঘ) ২৮-৩১ ডিগ্রি সেঃ ৬।ঘ)জীবন তরী
৭। ঘ) 9 টি ৮।ক) সকালে
৯।খ) ৬.৫-৭.৫ ১০।ক) সাদা কালো
১১।গ) চারা পোনা পুকুর ১২।ঘ) ফাইটোপ্লাংকটন
১৩।গ) উৎপাদক ১৪।ঘ)সিলভার কার্প
১৫।ঘ) কপার সালফেট ১৬।গ) বক্ষ পাখনা
১৭।গ)(-৪০ডিঃ)-(-৪৫ডিঃ)সেঃ তাপমাত্রা
১৮।গ) ৩০ সেঃমিঃ ১৯।ঘ) ক্ষুদেপানা
২০।গ)সেপ্টেম্বর-অক্টোবর।
Powered by Facebook Comments