১. টিন এজার ও আমি
ভালবাসার পরিক্রমায়-
কত পরিমার্জন, পরিবর্ধন আর পরিবর্তন দ্যাখেছি।
বিপরীত লিঙ্গের টিন এজের স্বীকার হয়েছি বারবার।
জাগ্রত বিবেকের কাছে
কখনও প্রশ্রয় পায়নি-
টিন এজার ও দুষ্ট মন।
একদিন,
এমনিতেই সব ঠিক-ঠাক হয়ে গেছে।
২. হারিয়ে খোঁজা
মানুষ বড়ই হারিয়ে খোঁজা স্বভাবের।
হাতের কাছের মূল্যবান বস্তুটিও প্রিয় হতে পারেনা।
ফেলে আসা সময়ের আফসোস কখনও
শক্তিতে রূপান্তরিত হয়না।
সিন্ধু সম ভালবাসাও
নিতান্ত অল্প মনে হয়।
Powered by Facebook Comments