একাকীত্বের বিষণ্ন প্রহরে
সুখের নিশান ওড়ে বিভব শাখায়
হাতছানি দেয় মনে ঝলমলে রাত
ঘুম ঘোরে কেটে যায় সোনালী প্রভাত
তৃপ্তির আঁচল ঢাকা ময়ূরি পাখায় ৷
প্রহরে প্রহর কাটে লালসার জলে
সময়ের নদী বহে ঘড়ির কাঁটায়
সহসা চমক ভাঙ্গে খেয়ালি নাটাই
জীবনের দিবাকর হাঁটে অস্তাচলে ৷
জীবনের দোলাচলে একাকী আবাস
দখিনা দুয়ার খোলে নীলিমার নীলে
আঁধারেই খুঁজে ফেরে পতিত দেহের
সরল রেখায় টানা ভুল হিসেবের
বেভুল পথিক ডোবে হতাশার বিলে
বিষণ্ন প্রহর গুণে কাটে অবকাশ ৷
Powered by Facebook Comments