ছন্দে ছন্দে সারের গুণঃ
-ডিঃকৃষিবিদ নাজমা সিদ্দিকা
পটাশঃ
আমার নাম পটাশ
কথা বলি ঠাস ঠাস,
আমি গাছকে করি শক্ত
তাই কৃষক আমার ভক্ত।
ফসফরাসঃ
আমার নাম ফসফরাস
ফল ধরানো আমার কাজ,
আমি ধান পাকাই ঠিক সময়
টি এসপি–ড্যাপই আমার আশ্রয়।
দস্তাঃ
আমার নাম দস্তা
নইকো আমি সস্তা,
একটু আধটু আমায় পেলে
গাছ বাচবে হেসে খেলে।
নাইট্রোজেনঃ
আমার নাম নাইট্রোজেন
আমি গাছকে করি সবুজ,
যে আমায় বেশি দেয়
সত্যিই সে অবুঝ।
সালফারঃ
আমার নাম সালফার
আমার আছে দরকার,
না পেলে গাছ আমাকে
কচি পাতা কি আর সবুজ থাকে?
বোরনঃ
আমার নাম বোরন
মাঝে মাঝে করিও স্মরন,
কুমড়া ঝরেনা, নারিকেল ফাটবে না,
ডগা বাড়াই দানা বাড়াই
এই সব করে ফলন বাড়াই।
———
লেখিকাঃ- উপসহকারী কৃষি অফিসার
উপজেলা কৃষি অফিস, পলাশবাড়ী,গাইবান্ধা।
Powered by Facebook Comments