গাজীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত জালাল উদ্দিন নামের এক কর্মকর্তার (৭১) মৃত্যু হয়েছে।
গত সোমবার স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতলের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। গতকাল রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাক্তার খলিলুর রহমান মৃত্যুর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
নিহত জালাল উদ্দিন গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ১৩ বছর আগে তিনি অবসরে যান।
সৌজন্যেঃ চ্যানেল আই অনলাইন।
Powered by Facebook Comments