জগলুল হায়দার
কাজী যদি বাদশা তবে
জসীম ছিলেন উজির
কবিতা তো নয় রে ভায়া
ডাল ও রুটি রুজির।
লালন যদি সুফি তবে
হাছন ছিলেন সাধক
মাটিমাখা সরল পথের
গীতল প্রতিপাদক।
মহসিন যদি দানের কুমীর
আকরম খাঁ তবর
তার আজাদেই আসতো উঠে
সেই আজাদির খবর।
লতিফ যদি সিভিল মুভমেন্ট
রোকেয়া শিখা নারীর
তাদের আলোয় বিদায় হলো
আঁধার-মহামারীর।
জয়নুল যদি আঁকের গুরু
বুলবুল ছিলেন নাচের
শিল্পে ছিলেন, ছিলেন না তো
মিছেই সাত ও পাঁচের।
আব্বাস যদি সম্রাট তবে
আলীম ছিলেন হিরো
বঙ্গদেশের মুসলিম কালচার
তাদের ছাড়া জিরো।
Powered by Facebook Comments