কিশোরগঞ্জ সদর উপজেলায় এনএটিপি- ২ প্রকল্পের এআইএফ-২ ফান্ডের আওতায় গাইটাল উত্তরপাড়া মহিলা সিআইজি (ফসল) সমবায় সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার পৌরসভা ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, গাইটাল উত্তরপাড়া মহিলা সিআইজি(ফসল) সমবায় সমিতির সভানেত্রী ফাতেমা আজিজ, সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার শিল্পী, কোষাধ্যক্ষ রাফিয়া সুলতানা, সাংবাদিক রাজিবুল হক সিদ্দিকী সহ অন্যান্যরা । পরে সমিতির সদস্যদের নিকট ২টি পাওয়ার টিলার ও ২টি ধান মাড়াই যন্ত্র প্রদান করা হয়।
এনএটিপি-২ প্রকল্প হতে কৃষিতে লাগসই প্রযুক্তি স্থাপন ও সম্প্রসারনের মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে কৃষকদের নিয়ে সিআইজি সমবায় সমিতি গঠন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগীতা ও তত্বাবধানে এ প্রকল্পের উদ্দেশ্য প্রায় শতভাগ অর্জিত হয়েছে।
Powered by Facebook Comments