কুমিল্লার বরুড়া উপজেলায় একটি ভোটকেন্দ্র দখলে বাধা দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বরত পুলিশ পরিদর্শককে (এসআই) রামদা দিয়ে কুপিয়ে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
জানা যায়, রবিবার বেলা ১১টায় কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সারোয়ার ভূঁইয়ার বাম হাতে ছুরিকাঘাত এবং আবু হানিফের কোমরে রামদা দিয়ে কোপ দেয়। এ সময় এসআইর পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সেটা কেন্দ্রের পাশে ফেলে যায়।
উল্লেখ্য, প্রিসাইডিং কর্মকর্তা গোলাম সারোয়ার ভূঁইয়া কুমিল্লার বরুড়া উপজেলায় উপসহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত আছেন।
Powered by Facebook Comments