কৃষিবিদদের পেশাজীবী সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) নিবন্ধিত সকল কৃষিবিদকে পরিচয়পত্র হিসেবে র্স্মাট কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন কেআইবির সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ।
রবিবার কেআইবি কমপ্লেক্স মিলনায়তনে কেআইবির কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ঢাকার বাসা বাড়িতে অনেকেই বাগান করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের সুবিধার জন্য নতুন বছরে কেআইবি’তে একটি সেবা কেন্দ্র চালু করা হবে।
অধিবেশনে তিন শতাধিক কৃষিবিদ অংশ নেন। সকাল ১০টায় শুরু হয়ে কাউন্সিল অধিবেশন চলে বিকেল ৩টা পর্যন্ত। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেআইবির মহাসচিব খাইরুল আলম প্রিন্স, এম আমিনুল ইসলাম, এম এম মিজানুর রহমান, অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, সমীর চন্দ, আতাউর রহমান প্রমুখ।
Powered by Facebook Comments