লালাবাজার ইউনিয়নে কৃষিসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিম।
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে লালাবাজার স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সৌজন্যে এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও লালাবাজার ইউনিয়নের সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা পান দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত উপসহকারী সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব। বিশেষ অতিথি হিসেবে লালাবাজারের বিশিষ্ট নাগরিক সমাজ ও প্রবাসি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্টের সৌজন্যে লালাজার ইউনিয়নস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং মেধাবি দারিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান করা হয়।
Powered by Facebook Comments