রাসেল মাহবুব
[এর উত্তর/সমাধান পাওয়া যাবে প্রশ্ন/সাজেশন প্রকাশের পরের দিন]
১। ধানের ব্লাস্ট রোগের জন্য কোনটি দায়ী?
ক) নেমাটোড। খ) ভাইরাস। গ) ছত্রাক
ঘ) ব্যাক্টেরিয়া ঙ) কোনটিই নয়।
২) আখের সবচেয়ে ক্ষতিকর রোগ কোনটি?
ক)স্মার্ট খ) শুকনা পঁচা গ)রেড স্ট্রাইল
ঘ)লাল পঁচা ঙ) কোনটিই নয়।
৩। উৎপাদনশীল মুরগীর বয়স কত?
ক) ১-২০ সপ্তাহ খ) ২০-৭২ সপ্তাহ
গ) ১২-২০ সপ্তাহ ঘ) ৯- ৩০ সপ্তাহ
ঙ) কোনটিই নয়।
৪। দাপক বীজ তলা কোন ফসল উৎপাদনে ব্যবহৃত হয়?
ক) পাট খ) গম গ) ধান ঘ)সরিষা ঙ) সব ক’টি।
৫। ‘স্ক্যাব’ কি জাতীয় রোগ?
ক) ছত্রাক জনিত। খ)ভাইরাস জনিত
গ)মাইক্রোপ্লাজমা জনিত
ঘ) ব্যাক্টেরিয়া জনিত। ঙ) কোনটিই নয়।
৬। মাটির অম্লত্ব ও ক্ষারত্ব কিসের উপর নির্ভর করে?
ক) C+ খ) CH+ গ)M+ ঘ) H+ ঙ) সব ক’টি।
৭। কোন সবজির বংশবিস্তার অঙ্গজ উপায়ে করা হয়?
ক) কাঁকরোল। খ) চিচিংগা গ) পটল
ঘ) মিস্টি কুমড়া ঙ) সব ক’টি।
৮। ১-২০ সপ্তাহের মুরগীর বাচ্চাকে বলে-
ক) চিকেন খ) পুলেট গ) লেয়ার ঘ)বয়লার ঙ) কোনটিই নয়।
৯) বীজ তার ব্যাসের কতগুন গভীরে বপন করতে হয়-
ক) চারগুন খ) তিনগুন গ) দ্বিগুন
ঘ) পাঁচগুন ঙ) সব ক’টি।
১০। গোবর সারে কি পরিমান নাইট্রোজেন থাকে?
ক) ০.৫-১.৫ খ) ১.০-১.৫ গ)১.৫-২.০ ঘ)০.৫- ৩.৫ ঙ)কোনটিই নয়।
১১। বাডিং কোন গাছে করা হয়?
ক) আম গাছে খ) ডালিম গাছে
গ) গোলাপ গাছে ঘ) চন্দন গাছে
ঙ) সব ক’টি।
১২। চা এর দু’টি ক্ষতিকারক রোগ হচ্ছে –
ক) ব্লিস্টার ও গ্রে ব্লাইট
খ) ব্রাউন ও রেড ব্লাইট
গ) কাল পচা ও ব্লাইট
ঘ) গ্রে ব্লিস্টার ও রেড রাস্ট
ঙ) ব্লিস্টার ব্লাইট ও রেড রাস্ট।
১৩। কোন পোকা দ্বারা পেঁপের মোজাইক ছড়ায়?
ক) মাজরা খ) জাব পোকা গ) সাদা মাছি ঘ)পাতা ফড়িং ঙ) সব ক’টি।
১৪। অধিক ডিম পাড়া হাঁসের জাতের নাম কি?
ক) মাসকোভী খ) পেকিন গ) বেজিং
ঘ) ক্যাম্পবেল ঙ) কোনটিই নয়।
১৫। উন্নতমানের সাইলেজ কোন ঘাস থেকে তৈরি হয়?
ক) খেসারী খ)ভূট্টা গ)কাউপি
ঘ)নেপিয়ার ঙ)সব ক’টি।
১৬। বহুবর্ষজীবী সবজি কোনটি?
ক) শতমূলী খ) কাঁকরোল গ) শিম ঘ) আলু ঙ) কোনটিই নয়।
১৭। ভূনিম্নস্থ রুপান্তরিত কান্ড কোনটি?
ক) গুড়িকন্দ খ) রাইজোম গ) শুল্ককন্দ
ঘ)টিউবার ঙ) সব ক’টি।
১৮। কোন পোকার আক্রমনে মসুর ক্ষেত বেশি ক্ষতিগ্রস্থ হয়?
ক)মাজরা খ) পামরী গ) কাটুই
ঘ)জাব ঙ) কোনটিই নয়।
১৯। টিস্যু কালচারের জন্যে গাছের কোন অংশ ব্যবহৃত হয়?
ক) মূল খ) কান্ডের পর্বমধ্য অংশ গ)পাতা
ঘ) কুঁড়ি ঙ)সব’কটা।
২০। কোন সার গাছের সবুজ রং রক্ষা করে?
ক)ইউরিয়া খ)টিএসপি
গ) জিপসাম ঘ) এমওপি। ঙ) সব ক’টি
কৃষি নিয়োগ প্রস্তুতি: পর্ব-১ এর উত্তর পত্র
১। E) কোনটিই নয়।
২। C) কাটার যন্ত্র
৩। A) স্বাভাবিক কাজ।
৪। D) ধনিয়াপাতা
৫। A) বিউটারিফ এসিড
৬। D) গন্ধক।
৭। B) ছত্রাক।
৮। A) ড্রপসি
৯। C) বাতাস চলাচল
১০। B) লিপোক্সিজেনস
১১। C) ৬.৬-৭.৩,
১২। B) গলদা চিংড়ি
১৩। B) কান্ডে ও মূলে
১৪। B) ক্লোরোফিল
১৫। D) তামাক।
১৬। A) ২ প্রকার
১৭। C) ২০%
১৮। C)কার্বন
১৯। A)ফাইটোপ্লাংকটন
২০। D)৯ইঞ্চি
Powered by Facebook Comments