কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার ১৯ মে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কন্দাল ফসল চাষাবাদের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে উপসহকারী কৃষি অফিসার এ. কে. আজাদ ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল মোমিন, উপসহকারী কৃষি অফিসার ডি. কৃষিবিদ মিল্টন পাল, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও লালাবাজারের কৃষকগণ উপস্থিত ছিলেন।
Powered by Facebook Comments