কুরবানির শিক্ষা
আবদুল্লাহ আল হাদী
গগনে উঠিল চাঁদ, আন্দোলিত এ ধরা,
স্মরণে উঁকিছে ইতিহাস, প্রেমময়ে ভরা।
নিঃসন্তান দম্পতিকে দিলে এক পুত্র,
তাঁহাকেই কুরবানি করিতে পাঠাইলে পত্র।
জীবন সঁপিয়াছেন যিনি, তোমারই তরে প্রভু,
পুত্র কুরবানিতে কি তাঁর হাত কাঁপে কভু?
আহা! কেমন পুত্র তাঁহাকে করিলে প্রদান,
শুনিলে সেই মধুর বাণী চোখে আসে বান।
পুত্র শুধায় পিতাকে, ওহে বাবা শুন,
হাত পা বাঁধ মোর নড়িনা যে কোন।
তুমি যদি পাও আঘাত যন্ত্রণা কালে,
কী জবাব দেব আমি সেই মহাকালে?
বাজিল বিষাদের সুর, কাঁদিল ভুবন,
পরীক্ষা শুরু হলো চোখে দিয়ে বাঁধন।
ডাকিয়া রবের নাম চালালো যে ছুড়ি,
বেহেস্তি পূণ্য যত ধরায় পড়িল ঝরি।
কাঁদিল ফেরেশতাকুল, কাঁদিলনা পিতা,
কাঁদিল যত সৃষ্টিকুল, হাসিল বিধাতা।
রব হলো মহাখুশি গোলামের কাজে,
বিশুদ্ধ তাকওয়া যে লুকানো তার মাঝে।
সৃষ্টি ও স্রষ্টার প্রেম হলো জয়ী,
তাকওয়া আসে শুধু বিধাতার ভয়ই।
প্রতিজ্ঞা হোক মোর সব কিছু ছেড়ে
ভালো কাজ সবই হোক মহান রবের তরে।
লেখকঃ সহকারী শিক্ষক (স.প্রা.বি),
সমাজসেবক
সাধারণ সম্পাদক
“পরিবর্তন” একটি সামাজিক সংগঠন।
Powered by Facebook Comments