মোঃ কামরুজ্জামান বিদ্যুৎ
এক ফসলি বোরো ধান কিশোরগঞ্জ হাওর অঞ্চলের কৃষকদের প্রাণ। উর্বর পলি মাটি হওয়া সত্ত্বেও সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার ফলে উৎপাদন খুব একটা ভালো হয় না। রোগ- বালাইয়ের আক্রমন তো আছেই।
কিন্তু হাওরের এবার ভিন্ন চিত্র, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারদের পরামর্শে ও সরকারের পুনর্বাসন সহযোগিতায় গত বোরো মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়াতে সচেষ্ট হাওরের কৃষক।
উপসহকারী কৃষি অফিসারদের নিরলস পরিশ্রম ও সহযোগীতায়, কৃষি অফিসারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদে ঝুঁকছে কৃষক। জমির নিবিড়তা বৃদ্ধি ও ধানের প্রতি নির্ভরতা কমিয়ে ভূট্টা, আলু, মাসকলাই, সরিষা, বাদাম ও উচ্চ মূল্যের সবজী চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে আগ্রহী হাওরের কৃষক-কৃষানী।
Powered by Facebook Comments