আজ ৬মার্চ গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়নের সুকুন্দি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সহযোগিতা এবং কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে “ধানের ব্লাস্ট রোগ পরিচিতি এবং দমন ব্যবস্থাপনা শীর্ষক” এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আবদুল লতিফ, ডক্টর মোহাম্মাদ আশিক ইকবাল খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ব্লাস্ট রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর সদর, গাজীপুর এর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবিনা সুলতানা ব্লাস্ট রোগ সম্পর্কে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালায় জয়দেবপুর ব্লকের ২০ জন কৃষক-কৃষাণী, রোগনাশক কোম্পানির ৫ জন সংশিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া পাভেল এবং মোঃ জাহাঙ্গীর আলম, জনাব দেলোয়ার হোসেন, জনাব সুলতানা রাজিয়া, জনাব ফরহাদ আহমদ,একেএম শাহজাদা হাবীব, বৈজ্ঞানিক সহকারী, BRRI, গাজীপুর উপস্থিত ছিলেন।
Powered by Facebook Comments