সমীরুল ইসলাম, কটিয়াদী, কিশোরগঞ্জ হতেঃ-
চাকুরী রাজস্বকরনের দাবিতে কটিয়াদী স্বাস্হ্য কমপ্লেক্স চত্তরে সিএইচসিপিদের দ্বিতীয় দিনের মত অবস্হান কর্মসূচি চলছে।
২০১৩ সালে সরকার রাজস্ব করনের সিদ্ধান্ত নিলেও এখনো তার বাস্তবায়ন করেনি এমনকি ইনক্রিমেন্ট ও অর্জিত ছুটি সমূহ সহ বিভিন্ন সরকারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।একদফা রাজস্বকরন দাবিতে সারা দেশজুড়ে চলছে এই কর্মসূচি।
অবস্হান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কামাল সরকার এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বদরুল, হায়দার,সমিরুল সহ অনেকে। কেন্দ্রিয় উপদেষ্টা কামাল সরকার বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত ঘোষনা না আসা পর্যন্ত অবস্হান কর্মসূচি চলবে’। উল্লেখ্য যে কর্মসূচি অনুযায়ী ২৪তারিখ সকল সিভিল সার্জন কার্যালয়ে অবস্হান করা হবে এবং ২৭ তারিখ হতে ঢাকা প্রেস ক্লাবের সামনে একদফা রাজস্বকরন দাবিতে অনশন কর্মসূচি চলবে।
Powered by Facebook Comments