চাটমোহরে সেচ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে সেচ বাবদ সেচযন্ত্রের মালিকরা চার ভাগের এক ভাগ ধান নিয়ে থাকেন কৃষকদের কাছ থেকে। নির্ধারিত হারে টাকা পরিশোধ করতে চাইলেও অতিরিক্ত লাভের আশায় সেচযন্ত্রের মালিকরা টাকা না নিয়ে কৃষককে উৎপাদিত ধানের চার ভাগের এক ভাগ দিতে বাধ্য করেন। সেচযন্ত্রের মালিকদের সিকি (চার ভাগের এক ভাগ) ভাগ নেওয়ার এ প্রবণতায় কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
বোয়াইলমারী গ্রামের কৃষক আফসার আলী বলেন, সেচযন্ত্রের মালিককে চার ভাগের এক ভাগ ধান খেত থেকেই দিতে হয়। তাদের অংশের ধানও আমাদের কেটে দিতে হয়। উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত মানেন না সেচযন্ত্রের মালিকরা। এতে আমাদের অনেক লোকসান হয়।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, চার ভাগের এক ভাগ ধান নেওয়ার কোনো বিধান নেই। সেচ কমিটি সেচ চার্জ নির্ধারণ করে দিয়েছে। অনুমোদন দেওয়ার সময়ই সেচ মালিকদের নির্ধারিত সেচ চার্জ জানিয়ে দেওয়া হয়। কোনো সেচ যন্ত্রের মালিক এ বিধান না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৌজন্যেঃ দৈনিক ইত্তেফাক।
Powered by Facebook Comments