চীনের ‘হাইব্রিড ধানের জনক’ হিসেবে পরিচিত কৃষিবিদ ইউয়ান লংপিং (৯০) মারা গেছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, হাইব্রিড ধান বিকাশে সহযোগিতা ও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ক্ষুধা নিবারণে অবদান রাখায় লংপিংকে জাতীয় বীর হিসেবে দেখে চীন। দেশটির হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি হাসপাতালে শনিবার তার মৃত্যু হয়।
১৯৭৩ সালে বিশ্বে প্রথম উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ শুরু করেন লংপিং। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, প্রচলিত জাতের চেয়ে ২০ শতাংশ বেশি ধান উৎপাদন হয় হাইব্রিড বীজে। পরবর্তীকালে লংপিংয়ের হাত ধরে চীনসহ বিশ্বের অন্যান্য ধান উৎপাদনশীল অঞ্চলে হাইব্রিড ধানের ব্যাপক চাষাবাদ শুরু হয়। চীনের ১৪০ কোটি মানুষের খাদ্য সংকট নিরসনে হাইব্রিড ধানের অবদান অন্যতম।
Powered by Facebook Comments