চেনা শহরটাও অচেনা লাগে কালের আবর্তে।
প্রিয় মানুষগুলোর সংস্পর্শ এখনো পেতে ইচ্ছে জাগে।
তবুও চোখের সামনে দিয়ে চলে যায়, চলে যাই
কথা হয় না সময়ের অনটনে।
জীবনে আবার দেখা নাও হতে পারে পরস্পরের!
আবার হতেও পারে।
সময় সংকীর্ণ করেছে জীবনের বালুচর।
সময়ের স্রোতে ভেসে ভেসে নোঙর তুলতে হয়
নতুন কোনো তীরে।
খড়কুটো আঁকড়ে বাঁচতে হয়
আবার মরতেও হয়।
স্বপ্নও ঘন কুয়াশাচ্ছন্ন হয়,
হিম হয়ে টুপটাপ ঝরে পড়ে।
আশারা বাসা বাঁধে-
ফুটপাতে, রেল স্টেশনে।
জীবনে কেউ কেউ আলো জ্বেলে যায়
নিজের দহনে নিজেও জ্বলে যেতে চাই,
তেল ফুরায়, জল ফুরায়, বল ফুরায়!
Powered by Facebook Comments