শাহ পারভেজঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাতক শাখার উদ্যোগে বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১হাজার ১শ’ বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।
ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখা প্রধান রাব্বী কামাল চৌধুরীর সভাপতিত্বে ও ইনচার্জ সাইদুল ইসলামের পরিচালনায় বৃক্ষচারা বিতরণী উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা পদ্মমোহন সিংহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায় প্রমুখ। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে দুটি নারিকেলের চারা রোপন করেন অতিথিবৃন্দ। পরে এলাকার মহিলাদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের এসএফও এহসানুল মাহবুব জুবায়ের।
Powered by Facebook Comments