শাহ পারভেজ
ছাতকে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে দু’গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত ৩৫জন আহত হয়েছেন। বুধবার (২৮মার্চ) সন্ধ্যায় উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা ও হরিষপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আনোয়ার মিয়া, রাকিব উদ্দিন, বতুল্লা মিয়াসহ ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের আবু হেনা দৌলত মিয়ার জনৈক কন্যা ছাতক ডিগ্রী কলেজের ছাত্রী ক্লাস শেষে বুধবার বিকেলে বাড়ী ফিরছিল। এ সময় পথিমধ্যে পাশ্ববর্তী হরিষপুর গ্রামের বতুল্লা মিয়ার পূত্র হোসাইন আহমদ ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনার জের ধরে গ্রামের রাস্তায় দু’পক্ষের মধ্যে বাকবিন্ডার পর সন্ধ্যায় দু’পক্ষ দেশীয় লাটিসোটা-ইটপাঠকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫জন আহত হয়। এর মধ্যে ৫জনকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়াও ইউনুছ আলী, নজির আলী, মোতালিব মিয়া, ফরিদ মিয়া, সমুজ আলী, রাসেল আহমদ, হালিমা বেগম, হোসেন মিয়া, জুনেদ আহমদ, আলমগীর হোসেন, জুবেদ আলী, রহিমা বেগম, আবেদীন মিয়া, গফুর মিয়াসহ অন্য আহত ছাতক উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরব্বীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাতক থানার উপ-পরিদর্শক শাহিন আলম জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিষয়টি সমাধানে স্থানীয় মুরব্বীরা আপোষ-নিস্পত্তির চেষ্টা করছেন।
Powered by Facebook Comments